কিভাবে খুব সহজে আপনার ব্লগার ব্লগে Weather ওয়েডগেট যুক্ত করবেন !!
আসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই খুব ভালো ও সুস্থ আছেন আল্লাহ্ এর রহমতে । আজকে আমি আপনাদের সাথে ব্লগার এর দারুন মজার একটি ওয়েডগেট শেয়ার করবো । আমার সবাই চাই প্রতিদিন এর আবহাওয়া কীরকম যাছে বা আজকে কত ডিগ্রি তাপমাত্রা ইত্যাদি । এখুন আপনি ইচ্ছে করলে এটা আপনার ব্লগে যুক্ত করে আপনার ব্লগের পাঠক দের আবহাওয়া যানার সুযোগ করে দিতে পারেন । তাহলে দেখে নিন কিভাবে আপনার ব্লগার ব্লগে Weather ওয়েডগেট যুক্ত করবেন । এর জন্য নিচের স্টেপ গুলো দেখে দেখে করুন ।
☞ বিসয়টি সত্যি খুব মজার ও কাজের আশাকরি আপনাদের ব্যবহার যোগ্য । এটা ব্যবহার করাও খুব সোজা নিজের টিপস দেখে করুন তার আগে নিচে থেকে ডেমো দেখে আসুন ।
☞ বিসয়টি সত্যি খুব মজার ও কাজের আশাকরি আপনাদের ব্যবহার যোগ্য । এটা ব্যবহার করাও খুব সোজা নিজের টিপস দেখে করুন তার আগে নিচে থেকে ডেমো দেখে আসুন ।
Live Demo
☞ ব্যাস হয়েগেল আশাকরি পোস্টটি আপনাদের কাজে আসবে এবং পছন্দেও হয়েছে । তাহলে আজকের মতো এই পর্যন্ত পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ ।
- প্রথমে এখানে ক্লিক করে যে সাইট পাবেন সেখানে আপনার স্থান এর নাম দিন ।
- তারপর Search এ ক্লিক করুন , তারপর কোড গুলোকে কপি করুন ।
- এবার আপনার ব্লগ লগইন করুন তারপর Layout এ ক্লিক করুন ।
- এবার Add a Gadget এ ক্লিক করে HTML/Javascript এ ক্লিক করুন ।
- এবার কপি করা কোড গুলো বসিয়ে দিন তারপর Save করে নিন ।
☞ ব্যাস হয়েগেল আশাকরি পোস্টটি আপনাদের কাজে আসবে এবং পছন্দেও হয়েছে । তাহলে আজকের মতো এই পর্যন্ত পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না । ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ ।
0 comments:
Post a Comment