!!! ছেলে হয়ে মেয়ের কন্ঠে কথা বলুন অথবা মেয়ে হয়ে ছেলের কন্ঠে কথা বলার সফটওয়্যার !!!
আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি। সোনার বাংলাদেশ যার এমন কোথাও সোনার খনি তো দুরের কথা রুপার খনিও নাই। তারপরও আমাদের যে স্বল্প সম্পদ আছে তার যদি সঠিক ব্যাবহার করতে পারি তাহলে সোনার খনি না হোক রুপার খনিতে এই দেশকে পরিনিত করতে পারব । হাই হোক কাজের কথায় আসি , বর্তমান বিশ্বে সফটওয়্যারের চাহিদা সব চেয়ে বেশি, কারন সফটওয়্যার একায় অনেক কাজ কিছু সময়ের ভিতরে করে পেলতে পারে ।
আজ আমি আপনাদের সাথে একটি অসাধারন সফতারে নিয়ে হাজির হলাম । সফটওয়্যার টির নাম হল Voxal Voice Changer এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আপনার নিজের বা অন্য যে কারো গলার সুর বা কন্ঠ পরিবর্তন করতে পারবেন ।এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি যা যা করতে পারবেন
১. আপনার নিজের কন্ঠ পরিবর্তন করে মেয়ের কণ্ঠে রুপান্তরিত করতে পারবেন ।২. যে কোন গান কে আপনি নিজের ইচ্চামত কন্ঠে রুপান্তরিত করতে পারবেন।
৩. আপনার প্রিয় জনকে বোকা বানাতে পারবেন কন্ঠ পরিবর্তন করে।
৪. আপনার নিজের কন্ঠকে এলিয়েন এর কন্ঠ বানাতে পারবেন।
৫. ছেলে হয়ে মেয়ের কন্ঠে Skype এ কথা বলতে পারবেন ।
৬. মেয়ে হয়ে ছেলের কন্ঠে Skype এ কথা বলতে পারবেন ।
৭. ৮০ বছরের অস্প্রস্ট গান ক্লিয়ার শুনতে পারবেন
Download
0 comments:
Post a Comment