Home » , » গ্রামীণফোন বাম্পার অফার : ৯৯ টাকায় ১ জিবি, ৪৯ টাকায় ২৫০ মেগাবাইট
Thursday
January 8

গ্রামীণফোন বাম্পার অফার : ৯৯ টাকায় ১ জিবি, ৪৯ টাকায় ২৫০ মেগাবাইট

গ্রামীণফোন-এর সকল সম্মানিত গ্রাহকগণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গত ৩০ দিনে যেসকল জিপি ব্যবহারকারীর ডাটা ইউসেজ ৫এমবি-এর কম, তারা ১জিবি থ্রিজি ইন্টারনেট  উপভোগ করতে পারবেন মাত্র ৯৯ টাকায় এবং ২৫০ এমবি থ্রিজি ইন্টারনেট  উপভোগ করতে পারবেন মাত্র ৪৯ টাকায়।
অফারটি চালু করতে গ্রাহকগণকে নিচের অ্যাক্টিভেশন প্রক্রিয়া অনুসরণ করতে হবে:
  • ১ জিবি'র জন্য: “1GB” লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে (মেয়াদ ১০ দিন)
  • ২৫০ এমবি'র জন্য: “250MB” লিখে এসএমএস করুন ৯৯৯৯ নম্বরে (মেয়াদ ৫ দিন)
  • প্যাকেজ-এর স্পিড টায়ার ৫১২ কেবিপিএস
  • ১৫% ভ্যাট প্রযোজ্য
  • ২জি এবং ৩জি সকল গ্রাহকরা এই প্যাকটি কিনতে পারবেন।
  • SMS চার্জ প্রযোজ্য হবে না।
  • আপনি যদি এই অফার এর জন্য eligible না হয়ে থাকেন তবে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts

 
Copyright © 2017 Welcome To Worlds Of KW
. KWorldBD Movies