Home » » বিশ্বকাপে বাংলাদেশ!

বিশ্বকাপে বাংলাদেশ!

বিশ্বকাপে বাংলাদেশ!


কদিন বাদেই পুরো বিশ্ব কাঁপবে ফুটবল-জ্বরেবাংলাদেশেও লাগছে সেটার আঁচমাঠে না থাকলেও গ্যালারিতে থাকছে বাংলাদেশ! এ ক্ষেত্রে খেলোয়াড়েরা হলেন আমাদের তৈরি পোশাকশিল্পের অসংখ্য কর্মী বাহিনীতাঁদের হাতেই তৈরি হচ্ছে বিশ্বকাপের জন্য সমর্থকদের জার্সিসেসব জার্সিতে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ

দেশের নাম ব্রাজিলশহরের নাম রিও ডি জেনিরোস্টেডিয়ামের নাম এস্তাদিও দো মারাকানাঘটা করে নিশ্চয় বলতে হবে না, কদিন পরে সেখানে কী ঘটতে যাচ্ছে! হ্যাঁ, ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আসর বসছে ওই স্টেডিয়ামেএক লাখ ৯৯ হাজার ৮৫৪ জন দর্শকের সঙ্গে সারা বিশ্বের ফুটবল-ভক্তরাও সেখানেই মিশে যাবেন সেদিনস্টেডিয়ামে জড়ো হওয়া দর্শকের পরনে থাকবে প্রিয় দলের জার্সিদূরদেশের দর্শকদের অমন উল্লাসের সঙ্গে আমরাও মাতব নিশ্চয়ই!
আর্জেন্টিনা জার্সি তৈরি করে বিশ্বকাপের অংশ হচ্ছেন এই পোশাককর্মীরাও

কিন্তু একবার ভাবুন তো, এস্তাদিও দো মারাকানায় বসে থাকা দর্শকের পরনের জার্সিটা তৈরি করেছেন সাভারের হেমায়েতপুরের মর্জিনা খাতুনপরম যত্ন আর মমতায় যে জার্সিটি তিনি তৈরি করেছেন, তা-ই পরে আছেন কোনো ব্রাজিলিয়ান অথবা আর্জেন্টিনার এক ভক্তযাঁর শরীরে শুধু জার্সি নয়, লেগে আছে মেড ইন বাংলাদেশ ট্যাগটাওএই একটি ভাবনাই আপনার শরীরের লোম খাড়া করে দিতে যথেষ্ট নয় কি? বাংলাদেশ ফুটবল দল কবে বিশ্বকাপ খেলবে, সেই তর্কে না গিয়ে এই আনন্দটুকু আমরা উপভোগ করতেই পারিদল না হোক, বাংলাদেশের মানুষের হাতে তৈরি জার্সি ঠিকই আছে বিশ্বকাপের আসরে!
হেমায়েতপুর টু ব্রাজিল
রাজধানী ঢাকার পাশেই হেমায়েতপুরসেখান থেকে সিঙ্গাইর রোড ধরে এগোলেই এজেআই গ্রুপবিশাল কারখানা নিয়ে দাঁড়িয়ে আছে এ প্রতিষ্ঠানএর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রুপালি পর্দার আলোচিত নায়ক এম এ জলিল অনন্ততাঁর বিশাল কারখানায় তৈরি পোশাকের অন্যতম ক্রেতা মার্কিন প্রতিষ্ঠান ইউএস পোলো অ্যাসোসিয়েশনএ বছরের শুরুর দিকে ওই প্রতিষ্ঠান এজেআই গ্রুপকে পাঁচ লাখের বেশি পোশাকের অর্ডার দেয়সবই বিশ্বকাপের জার্সিএর মধ্যে মেয়েদের জার্সির অর্ডার দিয়েছে প্রায় দেড় লাখ পিস, ছেলেদের সাড়ে তিন লাখের বেশিব্রাজিল, আর্জেন্টিনা তো আছেই; মেক্সিকো, ইংল্যান্ড, ইতালি ও চীনের জার্সিও তৈরি করা হয়েছে এখানেএরই মধ্যে সেই জার্সি চলে গেছে ইউএস পোলো অ্যাসোসিয়েশনের কাছেসেখান থেকে যাচ্ছে সোজা ফুটবল-ভক্তদের হাতেবলাবাহুল্য, এবারের বিশ্ব ফুটবল আসরের প্রাণকেন্দ্র ব্রাজিলেই গেছে বেশির ভাগ অংশতবে এজেআই গ্রুপের কারখানা ঘুরে দেখা গেল আরও কিছু জার্সির কাজ এখনো বাকিকর্মীরা দ্রুত সেগুলোর কাজ করছেনদু-এক দিনের মধ্যেই এই জার্সিগুলো জাহাজে চাপবেপাড়ি দেবে তেরো নদী সাত সমুদ্র 

আর্জেন্টিনা জার্সি তৈরি করে বিশ্বকাপের অংশ হচ্ছেন এই পোশাককর্মীরাও
বিশ্বকাপ ঘিরে জার্সি তৈরির ধুম নিয়ে কথা বলেন এজেআই গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ জলিল অনন্ত, এজেআই গ্রুপ থেকে এর আগে জার্সি তৈরি করা হয়নিতবে ইউএস পোলো অ্যাসোসিয়েশন কোম্পানির কাজ করা হয়েছেএ বছরের শুরুতে ওই কোম্পানি আমাদের জার্সি তৈরির অর্ডার দেয়অর্ডার পাওয়ার পরই আমাদের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করিকারণ, আমরা মনে করি, বিশ্বকাপের জার্সির সঙ্গে মানুষের আবেগ যেমন জড়িয়ে থাকে, তেমনি আমাদের দেশের মান-সম্মানও জড়িয়ে আছেতাই অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করতে হবে প্রতিটি পোশাক এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে দিতে হবে ফুটবলপ্রেমীদের কাছেসেই লক্ষ্যে আমাদের কর্মীরা দক্ষতার সঙ্গে তৈরি করেছেন বিশ্বকাপের জার্সি

মেড ইন বাংলাদেশ
এজেআই গ্রুপের মান পরির্দশক বেবিনা খাতুনতাঁর হাতেই নিশ্চিত হয় পোশাকের মানবিশ্বকাপের জার্সির বেলায়ও তা-ই ঘটছেকেমন লাগছে বিশ্বকাপের অংশ হতে পেরে? প্রশ্ন শুনে হাসেন হেমায়েতপুরের এই পোশাককর্মী, অনেক ভালোমনে হচ্ছে আমাদের দেশও বিশ্বকাপে খেলছে! ব্রাজিলের সমর্থক বেবিনা এবারের সব খেলাই দেখবেন পরিবারের সবাইকে নিয়েতাঁর মতো একই পদে কাজ করেন সাবিনা ইয়াসমিনমাঝেমধ্যে খেলা দেখেন বটেতবে এবার আর মিস করবেন না কোনো খেলাইকারণটা তো অনুমেয়, এবারের বিশ্বকাপে আমাদের হাতে তৈরি জার্সি যাচ্ছেএটা কি কম আনন্দের! এই খুশিতেই এবার খেলা দেখব এজেআই গ্রুপের আরেক কর্মী আনসারুল ইসলামতাঁর প্রিয় দল আর্জেন্টিনাপছন্দের খেলোয়াড় মেসিনিজের হাতে বানিয়েছেন প্রিয় খেলোয়াড়ের নম্বরসংবলিত জার্সিকেমন লেগেছে জার্সি তৈরির সময়? প্রশ্ন শুনে একগাল হেসে উত্তর দিলেন, চাকরিজীবনে এত আনন্দ নিয়ে কখনোই কাজ করি নাইএ জন্য আর্জেন্টিনার কোনো খেলা এবার মিস করব না

জার্সিতে সম্মান, জার্সিতে আয়
সারা বছরই খেলার সামগ্রী তৈরি হয় দেশের শতাধিক নিট পোশাক কারখানায়ফলে বিশেষ কোনো কার্যাদেশ নয়, বরং অনেকটা সাপ্লাই চেনের মধ্যেই বিশ্বকাপের পণ্যসামগ্রী তৈরি করে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো বিশ্বকাপ উপলক্ষে রিবক, নাইকি, অ্যাডিডাস, পুমা, কেরিফোর, সিঅ্যান্ডএ, এইচঅ্যান্ডএমসহ বিভিন্ন ব্র্যান্ড প্রস্তুত থাকে নানা রকম খেলার সামগ্রী নিয়েএ সময় ফুটবলপ্রেমীদের চাহিদা থাকে জার্সি, ট্রাকস্যুট, মোজা, হাফপ্যান্ট, হ্যাটের ওপর; যেসব মূলত বাংলাদেশের

সূত্রঃ প্রথম আলো, ৩১ মে ২০১৪খ্রিঃ

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts

 
Copyright © 2017 Welcome To Worlds Of KW
. KWorldBD Movies