!!! খুব সহজে অনলাইনে জিডি করবেন কীভাবে? (স্ক্রিনশট সহ) !!!
General Dairy সংক্ষেপে জিডি।
আপনার দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র ইত্যাদি হারানো, চুরি, ছিনতাই সংক্রান্ত তথ্য জানিয়ে বাসায় বসেই নিরাপদে অনলাইনে জিডি করতে পারেন।
তাছাড়া পাসপোর্ট, ব্যাংকের চেক বই, সার্টিফিকেটসহ কোনো গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে গেলে অনলাইনে সাধারণ ডায়েরি করা যাবে।

এ ছাড়া বখাটে, মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য কোনো অবৈধ সমাবেশ সম্পর্কিত অভিযোগ অনলাইনে করার সুযোগ রয়েছে।
কীভাবে করবেন?
- প্রথমে ঢাকা মেট্রোপলিটনের এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
- তারপর নিচের ছবির মতো Citizen's Help Request থেকে Citizen's Help Request এ প্রবেশ করুন।

- তারপর নিচের ছবির মতো আপনার যে সমস্যা নিয়ে জিডি করতে চান, সেই লাইনে ক্লিক করুন।

- তারপর যে পেজ আসবে সকল তথ্য দিয়ে আপনার জিডি সংক্রান্ত বিষয় A-Z লিখুন।
- তারপর Chose File থেকে রিলেটেড ছবিও দিতে পারবেন।
- তারপর Submit ক্লিক করুন।
- তারপর ৪/৫ দিন পরে যে থানায় জিডি করেছেন, সেই থানা থেকে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারেন।

0 comments:
Post a Comment